নেইমারের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। কার্টে করে তাঁকে মাঠে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। যে ঘটনার পুনরাবৃত্তি ঘটার ভয় নেইমার থেকে তাঁর ভক্তরাও এখন সব সময় পান, কিছুক্ষণ আগে ঠিক সেটাই ঘটেছে। চোট! নেইমার চোট পেয়েছেন।