রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে: মান্না

নিউজ ডেস্ক | /DAILYNABARAJ24.COM

প্রতিবেদন প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, সময়ঃ ১১:৩৩


দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশে মঞ্চের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষ ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা এবং ফিলিস্তিনিদের কষ্ট প্রকাশের ভাষা নেই। এই হত্যাযজ্ঞ এতটাই বর্বর, যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়নি। আমরা এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছি। আমরা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে সংহতি জানাচ্ছি।’

মান্নার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিও উঠে আসে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। সংকট সমাধানে আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্রের কাছেই ফিরে যেতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ বক্তব্য দেন।


সম্পাদক ও প্রকাশকঃ ইফতেখার আহমেদ টিপু

ফোন ও ই-মেইল +8801718463345 mofo.nabaraj@gmail.com dailynabaraj24@gmail.com

সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়

১২ বিপনন বা/এ, সোনারতরী টাওয়ার, বাংলামটর, শাহবাগ, ঢাকা, বাংলাদেশ।

© dinajpurnews24.com ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।