নির্বাচন কমিশনে এনসিপি, নতুন দল নিবন্ধনের সময়সীমা তিন মাস বাড়ানোর আবেদন

নিউজ ডেস্ক | /DAILYNABARAJ24.COM

প্রতিবেদন প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, সময়ঃ ১০:৫৮


দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফিন্যান্সের মুনাফা বেড়েছে। গত বছর শেষে প্রতিষ্ঠানটি প্রায় সোয়া ৩৬ কোটি টাকা মুনাফা করেছে, যা ২০২৩ সালের তুলনায় সাড়ে ৬ শতাংশ বেশি। ২০২৩ সালে আইপিডিসি ৩৪ কোটি টাকা মুনাফা করেছিল।

 

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি গতকাল বুধবার তাদের গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে। সেখানে মুনাফার এই তথ্য তুলে ধরা হয়। আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি গত বুধবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় শেয়ারধারীদের জন্য বছর শেষে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। মুনাফা বাড়লেও প্রতিষ্ঠানটির লভ্যাংশ অপরিবর্তিত রয়েছে। ২০২৩ সালেও প্রতিষ্ঠানটি শেয়ারধারীদের ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

 

প্রতিষ্ঠানটির মুনাফা ও লভ্যাংশের খবর আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে। ডিএসইতে দেওয়া তথ্যে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মূলধন ভিত্তি শক্তিশালী করতে এবারও তারা বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারধারীদের মধ্যে কারা পাবেন, সেটি ঠিক হবে রেকর্ড তারিখে। প্রতিষ্ঠানটি রেকর্ড তারিখ ঘোষণা করেছে আগামী ৮ মে। ওই দিন শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে এবং ওই দিন যাঁদের হাতে কোম্পানিটির শেয়ার থাকবে, তাঁরাই ঘোষিত এই লভ্যাংশ পাবেন। আর লভ্যাংশ বিতরণ করা হবে বার্ষিক সাধারণ সভা বা এজিএমে অনুমোদনের পর। এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২ জুন।

এদিকে লভ্যাংশ ও মুনাফার খবরে আজ ঢাকার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় আইপিডিসির প্রতিটি শেয়ারের দাম ৬০ পয়সা বা পৌনে ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ১০ পয়সায়। এ সময়ের মধ্যে কোম্পানিটির প্রায় ৯ লাখ শেয়ারের হাতবদল হয়। যার বাজারমূল্য ছিল দেড় কোটি টাকা।

আইপিডিসির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪—এই ছয় বছরের মধ্যে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা করেছিল ২০২২ সালে। ওই বছর প্রতিষ্ঠানটির মুনাফা ৯০ কোটি টাকা ছাড়িয়েছিল। এরপর ২০২৩ সালে তা ৬১ শতাংশ কমে ৩৪ কোটি টাকায় নেমে আসে। সেখান থেকে গত বছর মুনাফা প্রায় সোয়া দুই কোটি টাকা বেড়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ ইফতেখার আহমেদ টিপু

ফোন ও ই-মেইল +8801718463345 mofo.nabaraj@gmail.com dailynabaraj24@gmail.com

সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়

১২ বিপনন বা/এ, সোনারতরী টাওয়ার, বাংলামটর, শাহবাগ, ঢাকা, বাংলাদেশ।

© dinajpurnews24.com ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।