নিউজ ডেস্ক | /DAILYNABARAJ24.COM
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, সময়ঃ ০৫:৪৭
রফিক উজ্জামান:
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মামলার রাজসাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
রোববার সকাল ৯টা ২৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। তবে এ সময় তার হাতে কোনো হাতকড়া ছিল না, যা আদালতের প্রতি বিশেষ সম্মান এবং রাজসাক্ষীর মর্যাদা বিবেচনায় রাখা হয়েছে বলে জানা গেছে।
আসামিদের মধ্যে শেখ হাসিনা অনুপস্থিত থাকলেও আন্তর্জাতিক আইনের ধারাবাহিকতায় একতরফাভাবে বিচারকাজ চলবে। তার সর্বশেষ ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হলেও তিনি আদালতে উপস্থিত হননি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজই মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনা
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশব্যাপী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত কথিত গণহত্যা ও নিপীড়নের অভিযোগে এ মামলা দায়ের হয়। এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে চারটি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রসিকিউশনের তথ্যমতে, পাঁচ শতাধিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে।
এই মামলায় ভবিষ্যতে যারা সাক্ষ্য দেবেন তাদের মধ্যে আছেন:
মাহমুদুর রহমান – সম্পাদক, আমার দেশ
বদরুদ্দিন উমর – গবেষক ও বুদ্ধিজীবী
লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান
নাহিদ ইসলাম ও উমামা ফাতেমা – আন্দোলনের সময় আহত
জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলোর সদস্যরা
এছাড়া আওয়ামী লীগের গ্রেপ্তার হওয়া শীর্ষ ১৭ নেতার বিরুদ্ধে আরও ছয়টি মামলার তদন্ত চলছে। এতে নাম রয়েছে সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ একাধিক প্রভাবশালী নেতার।
© dailynabaraj24.com ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।