ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে

নিউজ ডেস্ক | /DAILYNABARAJ24.COM

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৬:৫৫

জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই শুনানি চলছে।

 

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আজ ১৪১-২১০ নম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।


এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন।


গত শনিবার শুরু হয় আপিল শুনানি। এ দিন ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হয়। শুনানিতে ৫১ জন মনোনয়ন ফিরে পান এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা ১টি। এ ছাড়া ১৫টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৩টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।


এরপর গতকাল রবিবার আপিল শুনানির দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন ৭০ জনের আপিল শুনানি করেছে। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করেছে ইসি। এদিন নানা কারণে ৭ জনের আপিল নামঞ্জুর করেছে এবং ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


সম্পাদক ও প্রকাশকঃ ইফতেখার আহমেদ টিপু

সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ

১২ বিপনন বা/এ, সোনারতরী টাওয়ার, বাংলামটর, শাহবাগ, ঢাকা, বাংলাদেশ।

© dailynabaraj24.com ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।